Текст песни
হঠাৎ যদি যাই চলিয়া
কাউরে কিছু না বলিয়া
তোমরা সবাই আমারে
মাফ করিয়া দিও
কতজনরে দুঃখ দিয়া
দিছি তাদের মন ভাঙ্গিয়া
তোমরা সবাই এই আমারে
মাফ করিয়া দিও
সময় থাকতে বুঝি নাইতো
জীবন ছোট এতো
তোমরা যেনো ভুল কইরোনা আমারই মতো
কতোজনরে দুঃখ দিয়া
কারণে কি অকারণে
দোষ ছিলো ক্ষণে ক্ষণে
আমার মতো দোষ কইরোনা
তোমরা কারো সনে
কতোজনরে দুঃখ দিয়া