Текст песни
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া
আহা কোমর দুলাইয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া
আহা কোমর দুলাইয়া
কোমর দুলাইয়া গো রাধে কোমর দুলাইয়া
কোমর দুলাইয়া গো রাধে কোমর দুলাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া
আহা কোমর দুলাইয়া
সোনার মতন অঙ্গ তাহার মেঘ বরণ চুল ,
সোনার মতন অঙ্গ তাহার মেঘ বরণ চুল ,
নেচে নেচে চলে রাধা খোঁপায় গেন্দা ফুল,
আহা নেচে নেচে চলে রাধা
খোঁপায় গেন্দা ফুল।
এসো রাধে কুঞ্জ বনে, খেলবো হোলি তোমার সনে,
দিও নাকো দূরে সরাইয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি, তোমারে নিয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া,
বাঁশিতে নাম লেখা আছে তোমারই প্রিয়া,
আহা তোমারই প্রিয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া,
তোমারে দেখিয়া আমি হেরেছি হিয়া,
রাধা হেরেছি হিয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া
Перевод песни
Нагар Канайя сидит в седле
Нагар Канайя сидит в седле
Идет в талию виноди Радхарани
Ааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааа
Нагар Канайя сидит в седле
Идет в талию виноди Радхарани
Ааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааа
Талия
Талия
Идет в талию виноди Радхарани
Ааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааа
Органы, такие как золото, -это волосы в форме облака,
Органы, такие как золото, -это волосы в форме облака,
Радха танцы танцы танцы Ганда Цветок,
О, рдха
Гена цветет в черепе.
Давай, Радх Кундж Форест, я сыграю Холи на твоем солнце,
Отдать нако, прочь,
Любовь погружена в море любви, вы принимаете ее,
Я утонул тебя в море любви,
Название флейты написано вами, Прия
О твоя любовь,
Я утонул тебя в море любви,
Я утонул тебя в море любви,
Я потерял тебя, чтобы увидеть тебя,
Радха проиграла
Нагар Канайя сидит в седле
Нагар Канайя сидит в седле
Идет в талию виноди Радхарани