Текст песни Tahsan - Fire Esho

  • Исполнитель: Tahsan
  • Название песни: Fire Esho
  • Дата добавления: 09.01.2019 | 19:15:07
  • Просмотров: 327
  • 0 чел. считают текст песни верным
  • 0 чел. считают текст песни неверным

Текст песни

কখন যেন ঘোলাটে স্বপ্ন আমার সত্য হয়ে এলো
আর আবেগের অশ্রুজল
উন্মাদ আমি, অসংলগ্ন জীবন আমার
চলে গেলে কেন, শেষের কি অর্থ ছিল ?
খুঁজে পাবে না তুমি এ হৃদয়
খুঁজে পাবে না তুমি এ হৃদয় কোথাও

ফিরে এসো এ হৃদয়ে
এসো না, এসো না ভুলতো ভাঙবে তোমার...
এসো না, এসো না ভুলতো ভাঙবে তোমার একদিন

ব্যস্ত তুমি ভুলে যেতে এ আমায়
কোমল সুরে লেখা প্রেমের এ গল্পটা
খুঁজে পাবে না তুমি এ হৃদয় কোথাও

বন্ধ ভয়ে গল্পের শেষটা দেখনি
ভাঙবে সে ভুল তোমার, আর আবেগের অশ্রু জল
খুঁজে পাবে না তুমি এ হৃদয়
খুঁজে পাবে না তুমি এ হৃদয় কোথাও
ফিরে এসো এ হৃদয়ে
এসো না, এসো না ভুলতো ভাঙবে তোমার একদিন ।।

Перевод песни

When the hazy dream came true
And tears of emotion
I am insane, incoherent life is mine
Why did you leave, what was the meaning of the end?
You will not find this heart
You will not find this heart anywhere

Come back to this heart
Don't come, don't come.
Don't come, don't come, forget it will break you one day

You're too busy for me to forget
This love story written in a gentle tone
You will not find this heart anywhere

Didn't see the end of the story for fear of closure
He will break your mistake, and tears of emotion
You will not find this heart
You will not find this heart anywhere
Come back to this heart
Don't come, don't come, your mistake will break one day.

Смотрите также:

Все тексты Tahsan >>>